ফিলিস্তিন বিষয়ে ইসরাইলকে জাতিসংঘের হুশিয়ারি
ফিলিস্তিনের গাজার ওপর এক দশকের বেশি সময় ধরে অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে ইসরাইল। বর্তমানে সেখানকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জ্বালানির অভাবে হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে গাজা উপত্যকার বিপর্যয়কর পরিস্থিতি ইসরাইলকে হুশিয়ারি দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের উন্নয়নবিষয়ক সংস্থা আংটাডের উপপ্রধান ইসাবেলা ডুরান্ট বুধবার বলেছেন, গাজা উপত্যকা দিন দিন বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে।
জাতিসংঘের এ সংস্থা তাদের বার্ষিক রিপোর্টে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ২০১৭ সালে গড়পড়তা বেকারত্বের হার বেড়ে শতকরা ২৭ ভাগে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু গাজা উপত্যকায় বেকারত্বের হার রয়েছে শতকরা ৪৪ ভাগ। বেকারত্বের এই হার বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি।
আংটাড তাদের রিপোর্টে বলেছে, ইসরাইল যে অবরোধ দিয়ে রেখেছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী ও শিশুরা।
এছাড়া ৩০ বছরের ভেতরে যেসব ফিলিস্তিনি তরুণ রয়েছে তাদের শতকরা ৫০ ভাগের কোনো কাজ নেই।
আংটাড বলছে, ফিলিস্তিনিদের চলাচলের ওপর তেল আবিব বিধিনিষেধ আরোপ করার ফলে সেখানে মানুষের ভোগান্তি চরমে উঠেছে।