শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 October, 2018 02:05

ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার প্রতিবাদে ফিলিস্তিনে ধর্মঘট

ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার প্রতিবাদে ফিলিস্তিনে ধর্মঘট
মেইল রিপোর্ট :

ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার বিতর্কিত আইনের প্রতিবাদে অবরুদ্ধ গাজা উপত্যকাসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে গত জুলাইয়ে দেশটিকে 'ইহুদি রাষ্ট্র' হিসেবে ঘোষণা দিয়ে যে আইন পাস করেছিল, তার প্রতিবাদে গত সোমবার ফিলিস্তিনের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সব ধরনের ব্যবসা কেন্দ্র, সরকারি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের বিতর্কিত আইনের বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানিয়ে এলেও ইহুদিবাদী দেশটি এতে কোনো কর্ণপাত করছে না।

ধর্মঘটে সব ধরনের যাতায়াত ব্যবস্থাও বন্ধ রাখা হয়। নেসেটে পাস করা নতুন আইনে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার পাশাপাশি অবিভক্ত জেরুজালেমকে দেশটির রাজধানী এবং হিব্রুকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

ওয়াফা জানিয়েছে, ইসরাইলের অভ্যন্তরে বসবাসকারী ফিলিস্তিনিদের তদারকি করা আরব নাগরিক কমিটি, পশ্চিমতীরের জাতীয়তাবাদী এবং গাজার প্রতিরোধকামী ইসলামী দলগুলো ইসরাইলের বিতর্কিত আইনের বিরুদ্ধে ডাকা ধর্মঘটের প্রতি জোর সমর্থন জানিয়েছে।

ইসরাইলের এ বর্ণবাদী আইন অবৈধ এ রাষ্ট্রটির অভ্যন্তরে বসবাসরত কয়েক লাখ আরব ফিলিস্তিনিসহ অধিকৃত এলাকার ফিলিস্তিনিদের জীবন, ইতিহাস, সংস্কৃতি এবং তাদের মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি তাদের অস্তিত্ব মারাত্মক সংকটের মুখে পড়বে।

উপরে