শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 October, 2018 17:24

আরব আমিরাতে নতুন ভিসা সিস্টেমে যা জানা দরকার

আরব আমিরাতে নতুন ভিসা সিস্টেমে যা জানা দরকার
মেইল রিপোর্ট :

সংযুক্ত আরব আমিরাতে নিয়োগের ক্ষেত্রে শ্রমিকদের বর্তমানে প্রচলিত ব্যাংক জামানত হিসেবে তিন হাজার দিরহাম জমা করার পরিবর্তে মাত্র ৬০ দিরহামের ইনস্যুরেন্স করলেই হবে।

দ্রুতই এই বিকল্প ব্যবস্থা চালু করতে সক্ষম হবে দেশটির প্রাইভেট কোম্পানিগুলো। ইতোমধ্যে দুবাই ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয়।

দেশটির গণমাধ্যম খালিজ টাইমস জানায়, ৩ অক্টোবর মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে এই মাসের মাঝামাঝি সময় থেকে অল্প অর্থের ইনস্যুরেন্স প্রকল্পটির প্রয়োগ শুরু করা হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যখন কোম্পানিগুলো এই প্রকল্পের আওতায় আসবে, তখন ব্যাংক জামানত হিসেবে সরকার ১৪ বিলিয়ন দিরহাম পরিশোধ করবে। এই প্রকল্পের লক্ষ্য হলো দেশটিতে বাণিজ্য ব্যয় কমানো।

গত জুনে অনুমোদন করা এই প্রকল্পের আওতায় প্রত্যেক শ্রমিককে ২০ হাজার দিরহাম পর্যন্ত বেতন দেয়া হবে। এছাড়া, শ্রমিকদের ছুটি ও ওভারটাইম ভাতা, অপরিশোধিত বেতন, দেশে ফেরার বিমান টিকেট এবং কর্মক্ষেত্রে আহত হলে চিকিৎসা ব্যয় বহন করা হবে।

মানব সম্পদ এবং এমিরাটাইজেশন মন্ত্রণালয়ের মন্ত্রী নাসের আল হামলি বলেন, নতুন প্রকল্প শ্রমিকদের অধিকার ও বেতন সুরক্ষিত করবে। এছাড়া নিয়োগ ব্যয় কমিয়ে কোম্পানিগুলোর আর্থিক বোঝা কমাবে।

উপরে