শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 October, 2018 02:37

ইসরাইলি বাহিনীর গুলিতে ৭ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনীর গুলিতে ৭ ফিলিস্তিনি নিহত
মেইল রিপোর্ট :

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার গাজার সীমান্ত এলাকায় বিক্ষোভ করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

ইসরাইল বলছে, একটি গ্রুটি বোমার সাহায্যে সীমান্ত বেড়া ভেঙে ফেলার পর একটি সেনা চৌকিতে হামলার করলে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে।  

গাজার কর্মকর্তারা বলছেন, ইসরাইলি হামলায় সাতজন নিহত হওয়া ছাড়াও আরও প্রায় ১৪০ জন আহত হয়েছেন। তারা জানান, আহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।  এদের মধ্যে এক কিশোরীসহ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, প্রায় ১৫ হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনী ও সীমান্ত বেড়ার দিকে ‘পাথর, বিস্ফোরক ডিভাইস, আগুনবোমা ও গ্রেনেড’ ছুড়ে মারে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল জোনাথন কনরিকাস এক টুইট বার্তায় লিখেন, একটি গ্রুপ ‘ইসরাইল-গাজা সীমান্ত বেড়ায় বোমার বিস্ফোরণ’ ঘটায়, এর ফলে গর্ত সৃষ্টি হলে প্রায় ২০ জন ইসরাইলের ভেতর ঢুকে পড়ে।

তিনি বলেন, প্রায় পাঁচজনের একটি গ্রুপ একটি সেনা চৌকিতে সংঘবদ্ধ হামলা চালায় এবং নিরাপত্তা বাহিনী তাদের সবাইকে হত্যা করে।

উল্লেখ্য, শুক্রবার ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল বের করেছিল। গত ৩০ মার্চ ফিলিস্তিনিদের এই বিক্ষোভ শুরু হয় এবং তখন থেকে প্রতি শুক্রবার গাজার অধিবাসীরা এই বিক্ষোভ করে আসছেন। ছয় মাসেরও বেশি সময় আগে থেকে শুরু হওয়ার পর গতকাল ছিল এই বিক্ষোভের ২৯তম শুক্রবার।

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে অনুষ্ঠিত এ ধারাবাহিক বিক্ষোভে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন বিক্ষোভ শুরুর দিন ৩০ মার্চ।

উপরে