শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 October, 2018 02:27

যুক্তরাষ্ট্রের সমর্থনেই খাশোগিকে হত্যা: রুহানি

যুক্তরাষ্ট্রের সমর্থনেই খাশোগিকে হত্যা: রুহানি
মেইল রিপোর্ট :

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের নিন্দা করে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকারের সমর্থন ছাড়া এই নিকৃষ্টতম হত্যাকাণ্ড সম্ভব হয়নি।

তিনি বলেন, আজকের বিশ্ব এবং এই শতাব্দীতে আমরা এমন পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড দেখছি যা কেউ কল্পনা করতে পারে না। 

ইরানি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, তুর্কি তদন্ত রিপোর্টে পরিষ্কার হয়েছে যে, জামাল খাশোগিকে সৌদি কন্স্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে।

এ সম্পর্কে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আমি মনে করি না যে, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া কোনও দেশ এ ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে। মার্কিন সরকার খাশোগি হত্যার ঘটনা ধামাচাপা দিতে এবং মিত্র সৌদি আরবকে বাঁচানোর চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা পুরো পাশ্চাত্য ও মানবাধিকারের কথিত নেতাদের জন্য বিরাট পরীক্ষা। এসব দেশের মানবাধিকারের প্রতি কতটা শ্রদ্ধা রয়েছে খাশোগি হত্যার ঘটনায় তা পরিষ্কার হবে।

তিনি আরও বলেন, যে আদর্শ মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস) সৃষ্টি করেছে সেই একই আদর্শে অনুপ্রাণিত হয়ে খাশোগিকে হত্যা করা হয়েছে। খাশোগি হত্যাকাণ্ডের সত্যতা যাতে আলোর মুখ দেখে সেজন্য তিনি নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে আজ বুধবার রিয়াদে তিন দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে খাশোগি হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে মন্তব্য করেছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, তার হত্যাকাণ্ড সব সৌদির জন্য ‘বেদনাদায়ক’ ছিল এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটের ভেতরে প্রবেশের পর তাকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, সৌদি যুবরাজের কঠোর সমালোচক খাশোগির মুখ বন্ধ করতেই তাকে হত্যা করা হয়েছে।

উপরে