শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 October, 2018 23:50

‘সৌদি কনস্যুলেটের ঢোকার সঙ্গে সঙ্গে খাশোগিকে শ্বাসরোধে হত্যা’

‘সৌদি কনস্যুলেটের ঢোকার সঙ্গে সঙ্গে খাশোগিকে শ্বাসরোধে হত্যা’
মেইল রিপোর্ট :

সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার দেহ টুকরো টুকরো করা হয় এবং পূর্ব পরিকল্পিত এই হত্যাকাণ্ডের পর খাশোগির মৃতদেহ অন্যত্র সরিয়ে ফেলা হয়। 

খাশোগিকে কীভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন ইস্তাম্বুল শহরের প্রধান কৌঁসুলি ইরফান ফিদান। 

কনস্যুলেটের ভেতর সৌদি গুপ্তঘাতকদের সঙ্গে হাতাহাতির পর খাশোগি নিহত হয়েছেন, এরমধ্য দিয়ে রিয়াদের এমন বক্তব্য মিথ্যা প্রমাণিত হলো।

ইস্তাম্বুল থেকে সৌদির প্রধান কৌঁসুলি চলে যাওয়ার পর ইরফান এমন খবর নিশ্চিত করলেন। এই হত্যাকাণ্ডের তদন্তে সৌদি-তুরস্ক একসঙ্গে কাজ করার কথা ছিল। তবে সৌদির প্রধান কৌঁসুলি চলে যাওয়ার পর ইরফানের বিবৃতির অর্থ হচ্ছে, উভয়পক্ষের মধ্যে সহযোগিতা কতটা অল্প।

কৌঁসুলি ইরফান তার বিবৃতিতে বলেন, চলতি সপ্তাহে সৌদির কৌঁসুলি সৌদ আল-মুজেবের সঙ্গে আলোচনায় ‘কোনও ফল’ আসেনি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটের ভেতর বিয়ের কাগজপত্র সংগ্রহের জন্য প্রবেশ করেন সৌদির সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি। কিন্তু এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। খাশোগিকে হত্যা করা হয়েছে বলে শুরুতেই দাবি করে তুরস্ক। প্রথমে তুরস্কের দাবি অস্বীকার করলেও শেষ পর্যন্ত খাশোগিকে হত্যার কথা স্বীকার করে সৌদি।

উপরে