শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 November, 2018 01:45

পারমাণবিক যুগে পা রাখল সৌদি

পারমাণবিক যুগে পা রাখল সৌদি
মেইল রিপোর্ট :

পরমাণু প্রকল্পের কাজ শুরু করল সৌদি আরব। দেশটির প্রথম পরমাণু চুল্লির উদ্বোধনের মধ্য দিয়ে এ প্রকল্প শুরু হয়েছে। 

সোমবার প্রকল্পের উদ্বোধন করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মাধ্যমে তেলসমৃদ্ধ দেশটি পারমাণবিক যুগে পা রাখল। বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে পরমাণু প্রকল্পের দিকে ঝুঁকছে রিয়াদ। তবে ভবিষ্যতে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা।

আলজাজিরা জানায়, প্রথম পরমাণু চুল্লিটি নির্মিত হচ্ছে রিয়াদের কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে। পরমাণু চুল্লির পাশাপাশি সেখানেই নবায়নযোগ্য বিদ্যুৎ, আণবিক বিদ্যুৎ জেনেটিক মেডিসিন ও বিমান শিল্পের অন্তত সাতটি প্রকল্পের উদ্বোধন করেন যুবরাজ। মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানকেই নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে সৌদি। মূলত তেহরানের মোকাবেলায় পরমাণু অস্ত্র অর্জন করতে চায় রিয়াদ।

চলতি বছর মার্চে পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দেন যুবরাজ। সে সময় সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সৌদি আরব পরমাণু অস্ত্র রাখতে চায় না। তবে ইরান পারমাণবিক বোমা বানালে আমরাও সেই পথই অনুসরণ করব।’

সৌদি আরবের বিকাশমান পরমাণু শিল্পের প্রযুক্তি উন্নয়নে গবেষণার জন্য সহায়ক হবে এ চুল্লি। গত বছর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছিল, সৌদি আরব দুটি পরমাণু চুল্লি তৈরির জন্য প্রস্তাবনা গ্রহণ করছে।

২০৩২ সালের মধ্যে ১৭ দশমিক ৬ গিগাওয়াট পরমাণু শক্তি উৎপন্ন করতে চায় দেশটি। এজন্য তৈরি করা হবে ১৭টি চুল্লি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি আরব বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক জ্বালানি ব্যবহার কমিয়ে রফতানির পরিমাণ বাড়াতে চায়।

উপরে