শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 November, 2018 02:04

ইরান সীমান্তে তালেবানদের হামলায় ২০ আফগান সেনা নিহত

ইরান সীমান্তে তালেবানদের হামলায় ২০ আফগান সেনা নিহত
মেইল রিপোর্ট :

তালেবান সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ফারাহপ্রদেশে ইরান সীমান্তের কাছে একটি সামরিকঘাঁটির অন্তত ২০ আফগান সেনা নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ত্রাসীরা সীমান্তের ওই আফগান সামরিকঘাঁটিতে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, তখন ঘাঁটিতে ৫০ সেনা ছিল। হামলায় অন্তত ২০ আফগান সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে, কয়েকজন আহত হয়েছেন এবং অন্যরা নিখোঁজ রয়েছেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন, হামলার কয়েক ঘণ্টার পর আমরা ঘাঁটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয় এবং বাকি সৈন্যদের ভাগ্যে কি ঘটেছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে আমরা কিছু বলতে পারছি না।

এদিকে হামলার দায়িত্ব স্বীকার করে ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন তালেবানরা। তাদের দাবি, হামলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করাসহ ৩০ সেনাকে হত্যা করেছেন তারা।

ইরানের সীমান্তবর্তী ফারাহপ্রদেশে আফগান সেনাদের ক্ষতিকে তালেবানের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এই প্রদেশে আফগান সরকার কোটি কোটি ডলার মূল্যের পাইপলাইন প্রকল্প নির্মাণ করার পরিকল্পনা করছেন। গত মে মাসে তালেবান ফারাহপ্রদেশের রাজধানী দখলে নেয়ার ঘোষণা দিয়েছিল।

উপরে