খাশোগি হত্যাকাণ্ডে ইসরাইলি স্পাইওয়্যার
মেইল রিপোর্ট :
এবার জামাল খাসোগির হত্যা নিয়ে নতুন বিস্ফোরক তথ্য দিয়েছেন আলোচিত সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন।
বলেছেন, হত্যায় ইসরাইলি ‘স্পাইওয়্যার’ ব্যবহার করা হয়েছে।
এক্ষেত্রে খাসোগির পিছু নিতে সৌদিকে সহায়তা করেছে ইসরাইলের প্রযুক্তি কোম্পানি এনএসও গ্রুপ। মঙ্গলবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্নোডেন।
স্পাইওয়্যার একটি বিশেষ মোবাইল অ্যাপস যা দিয়ে কোনো ব্যক্তিকে অনুসরণ করা হয়। খবর ব্লুমবার্গ নিউজের।
২০১৩ সালে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস করে আলোচনায় আসেন এডওয়ার্ড স্নোডেন।