শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 November, 2018 12:39

যুবরাজের সঙ্গে দেখা করবেন না এরদোগান

যুবরাজের সঙ্গে দেখা করবেন না এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত
মেইল রিপোর্ট :

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জি-২০ সম্মেলন উপলক্ষে আর্জেন্টিনা সফরে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি দেখা করবেন না।

এর আগে এরদোগানের মুখপাত্র বলেছিলেন, সম্মেলনে দুই নেতার মধ্যে বৈঠক হবে। কিন্তু পরবর্তীতে বৃহস্পতিবার সম্প্রচার মাধ্যম আ হাবেরের বরাতে রয়টার্স জানিয়েছে, তাদের দেখা হচ্ছে না।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনের বরাতে জানিয়েছিল, আমরা কর্মসূচির দিকে তাকিয়ে আছি। বৈঠক হতে পারে।

এদিকে গত মাসে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক গিনা হ্যাসপেল তুরস্কের কর্মকর্তাদের আভাস দিয়েছিলেন, তাদের কাছে একটি কল রেকর্ডিং আছে, যাতে নিহত সাংবাদিক জামাল খাশোগিকে চুপ করিয়ে দেয়ার নির্দেশনা দিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।

তুরস্কের একটি দৈনিকের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটিই বলা হয়েছে। তবে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তুর্কি কর্মকর্তারা বলেন, তাদের কাছে এ রকম কোনো তথ্য নেই।

ছয় সপ্তাহ আগে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজ আনতে গেলে নির্মমভাবে হত্যা করা হয় মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাশোগিকে।

সৌদি কর্মকর্তাদের ভাষ্য-এ হত্যাকাণ্ড সম্পর্কে যুবরাজ মোহাম্মদ আগে থেকে কিছুই জানতেন না। এ রেকর্ডিংয়ের সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের তিনি বলেন, এ নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনাদের উচিত তাদের জিজ্ঞাসা করা।

তবে সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উপরে