শিরোনাম
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত আকাশসীমা বন্ধ করল জর্দান-ইরাক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের যুক্তরাজ্যে টাটার কারখানা বন্ধ, প্রায় ৩ হাজার মানুষ কর্মহীন অক্টোবরে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 December, 2018 02:27

চলতি বছর গণমাধ্যমের ওপর ৮১১ বার আঘাত করেছে ইসরাইল

চলতি বছর গণমাধ্যমের ওপর ৮১১ বার আঘাত করেছে ইসরাইল
মেইল রিপোর্ট :

ইসরাইল চলতি বছরে ফিলিস্তিনের সাংবাদিকদের বিরুদ্ধে অন্তত ৮১১ বার নিয়মলঙ্ঘন করেছে। ফিলিস্তিনের তথ্য মন্ত্রণালয় এই অভিযোগ করেছে। 

দেশটির তথ্য মন্ত্রণালয়ের ওই তথ্যানুযায়ী, এসময় ইসরাইলি বাহিনীর নির্মমতার শিকার হয়ে গাজায় দায়িত্ব পালনরত অবস্থায় দুজন সাংবাদিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ২৮২ বার এবং দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৫২৯ বার সাংবাদিকের ওপর নিপীড়ন চালিয়েছে ইসরায়েল।

নির্যাতিত সাংবাদিকদের মধ্যে ৩৪৫ জনকে আক্রমণ করা হয়েছে শারীরিকভাবে। তাছাড়া ১৬২ জনকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে হেনস্থা করা হয়েছে।

চলতি বছরের ৩০ মার্চ ‘গ্রেট রিটার্ন মার্চ’ শুরু হওয়ার পর থেকে ৮০ জন সাংবাদিক ইসরায়েলি বাহিনীর বুলেটের আঘাতে আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় ওই সাংবাদিকদের ওপর হামলাগুলো চালিয়েছে ইসরায়েল।

এ বছর দেশটিতে মোট ৫৪টি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে এবং ১০০ জন সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে গত ১২ নভেম্বরে হামাস পরিচালিত আল আকসা টেলিভিশন চ্যানেলের ওপর হামলার ঘটনাটিও উল্লেখ করা হয়। ইসরায়েলের বিমান হামলায় পুরো টেলিভিশন চ্যানেলটির সদরদপ্তর লন্ডভন্ড হয়ে যায়। তবে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে চলতি বছরের মে মাসে।

উপরে