শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 December, 2018 10:40

যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া রেজুলেশন প্রত্যাখ্যান সৌদি আরবের

যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া রেজুলেশন প্রত্যাখ্যান সৌদি আরবের
ফাইল ছবি
মেইল রিপোর্ট :

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া রেজুলেশন প্রত্যাখ্যান করেছে সৌদি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়।

রোববার সন্ধ্যায় সৌদি এই মন্ত্রণালয়ের টুইটারে পোস্ট করা একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, মিথ্যা দাবি ও অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের যে অবস্থানের কথা ব্যক্ত করেছে, তা প্রত্যাখ্যান করছে সৌদি আরব। এর মাধ্যমে তারা সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূমিকাকে হেয় প্রতিপন্ন করেছে।

সৌদি আরব সবসময় অভ্যন্তরীণ বিষয়গুলোতে বাইরের হস্তক্ষেপ ও অভিযোগ এবং দেশটির নেতৃত্বের জন্য অবমাননাকর যেকোনো ধরনের আচরণ প্রত্যাখ্যান করে থাকে বলেও উল্লেখ করা হয় এই বিবৃতিতে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া রেজুলেশনটিতে জামাল খাশোগির হত্যার জন্য মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়। এছাড়া সৌদি সরকারকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি। প্রথম থেকেই তুরস্ক দাবি করে আসছিল তাকে ভবনটির ভেতরেই হত্যা করা হয়। সৌদি কর্তৃপক্ষ প্রথমে অস্বীকার করলেও পরে তাকে হত্যার কথা স্বীকার করে। তারা একথাও স্বীকার করেছে যে এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) জানিয়েছে, মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে খাশোগির হত্যার আদেশ দিয়েছিলেন। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ বরাবর অস্বীকার করে আসছে বলে জানিয়েছেন একজন আমেরিকান জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র।

উপরে