ইয়েমেনে অস্ত্রবিরতির কয়েক মিনিটের মধ্যেই ভঙ্গ
![ইয়েমেনে অস্ত্রবিরতির কয়েক মিনিটের মধ্যেই ভঙ্গ](./assets/news_images/2018/12/18/Yemen20181218085439.jpg)
ইয়েমেন যুদ্ধে একটি অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা ভঙ্গ করা হয়েছে। দেশটির সরকার সমর্থক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইয়েমেনের বন্দর নগরী হুদায়দায় বিবাদমান দুটি পক্ষ স্থানীয় সময় সোমবার দিবাগত রাত থেকে অস্ত্রবিরতি কার্যকর করতে সম্মত হয়েছিল। এ লক্ষ্যে তারা একটি সন্ধিও করে।
তবে বিভিন্ন খবরে জানা গেছে, অস্ত্রবিরতি সত্ত্বেও হুতি বিদ্রোহী ও সরকার সমর্থক বাহিনীর মধ্যে বিচ্ছিন্ন গোলাগুলি হয়েছে।
হুদায়দা ইয়েমেনে বিদেশি দাতব্য সংস্থাগুলোর ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পথ।
সরকার সমর্থক এক কর্মকর্তারা সংবাদসংস্থা এএফপিকে জানান, বিদ্রোহীরা হুদায়দার পূর্বে সরকারি বাহিনীকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে। এরপর সেখানে সংঘর্ষ চলছে।
গত বৃহস্পতিবার সুইডেনে জাতিসংঘের উদ্যোগে এক আলোচনায় দুই পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল। শুক্রবার এ বিষয়ে তাদের মধ্যে সন্ধি হয়। এই অস্ত্রবিরতি চার বছর ধরে চলমান গৃহযুদ্ধের অবসান আনার প্রক্রিয়ার প্রারম্ভ বলে অনেকে ধারণা করেছিলেন।