শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 December, 2018 00:28

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা, নিহত ২৪

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা, নিহত ২৪
মেইল রিপোর্ট :

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শিশুসহ ২৪ জনেরও বেশি ব্যক্তি নিহত হয়েছে। 

এছাড়া আরও বেশকিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে।

সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর সূত্র জানায়, জোটের জঙ্গিবিমান গতকাল (শুক্রবার) ইউফ্রেটিস নদীর পূর্ব-তীরে অবস্থিত আল শাফা গ্রামে বোমা বর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

এসওএইচআর প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, আল শাফায় শুক্রবার সকালে অন্তত ২৭ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া হামলায় আরও বহু ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এর মাত্র দুইদিন পর এসব ব্যক্তির নিহতের খবর এলো।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। তারা দায়েশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে দাবি করলেও এ পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় দায়েশের বড় কোনও ক্ষয়ক্ষতির নমুনা দেখা যায়নি। উল্টো তাদের এই হামলায় অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছে।

উপরে