শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 December, 2018 13:52

কাবুলে সরকারি ভবনে বন্দুক হামলায় নিহত ৪৩

কাবুলে সরকারি ভবনে বন্দুক হামলায় নিহত ৪৩
মেইল রিপোর্ট :

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি ভবনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, এটি চলতি বছর আফগানিস্তানে সবচেয়ে বড় হামলা।

হামলার শিকার ওই ভবনে আফগানিস্তানের জনকর্ম মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

বন্দুকধারীরা সোমবার ‍দুপুরের দিকে ভবনের ভেতর প্রবেশ করে সরকারি কর্মকর্তাদের হত্যার উদ্দেশে প্রতিটি তলায় হামলা চালায়। এ সময় ওই ভবনে বহু লোক আটকা পড়ে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, নিহতদের মধ্যে সরকারি কর্মকর্তা ছাড়াও এক পুলিশ সদস্য ও তিন হামলাকারী রয়েছে। ওই তিন হামলাকারী আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। এ ছাড়া, হামলায় ১০ জন আহত হন।

সোমবার দুপুরে ওই ভবনের সামনে একটি গাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলার শুরু হয়। বন্দুকধারীরা এরপর প্রতিবন্ধী ও শহিদদের পরিবারের জন্য জাতীয় কর্তৃপক্ষের ভবনে ঢুকে বেসামরিক লোকজনকে জিম্মি করে ফেলে। এ সময় আফগান সেনাসদস্যদের সাথে তাদের গোলাগুলি হয়।

আফগানিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী বিভিন্ন তলায় গিয়ে ৩৫০ জনকে উদ্ধার করে। তবে সতর্কতার সঙ্গে এই উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়।

হাসিব উলাহ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিস্ফোরণে ভয়াবহ শব্দ শুনতে পাই। আমরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি ও পালানোর পথ খুঁজি। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল এবং যে যার মতো পালানোর চেষ্টা করে।’

উপরে