নিষেধাজ্ঞা মাড়িয়ে তেল বিক্রি ইরানের
মেইল রিপোর্ট :
মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে নতুন করে বেরসকারি কোম্পানিগুলোর কাছে ৩০ লাখ ব্যারেল তেল বিক্রি করার পরিকল্পনা নিয়েছে ইরান।
গত নভেম্বর মাসে ইরানের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করার পর এটা হবে বেসরকারি উপায়ে তৃতীয় দফা তেল বিক্রির উদ্যোগ।
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বুধবার জানান, এসব তেল ব্যক্তিগত খাতের আমদানিকারকরা কিনতে পারবেন এবং ইরানি মুদ্রা রিয়ালে দাম পরিশোধ করতে হবে।
তবে যেসব ক্রেতা বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধ করতে চান তাদের জন্য সে সুযোগও রাখা হয়েছে।