শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 January, 2019 01:28

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩২

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩২
মেইল রিপোর্ট :

আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির চারটি প্রদেশে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে তালেবান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। তারা বলছে, বৃহস্পতিবার চালানো ওই হামলায় নিহত ব্যক্তিরা নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী মিলিশিয়া সদস্য। 

আফগানিস্তানের কুন্দুজ, বাঘলান, তাকহার ও বাদঘিস প্রদেশে ওই হামলা চালানো হয়।

কুন্দুজের কালা-ই-জাল জেলার প্রধান আহমাদ ফাহিম কারলুক বলেছেন, নিরাপত্তা চৌকি লক্ষ্য করে  তালেবানদের একটি বড় দল হামলা চালায়। এতে সেনা ও পুলিশসহ ১০ জন নিহত হয় এবং আহত হয় আরও ১১ জন। কারলুক বলেন, ওই হামলায় ২৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

আর প্রতিবেশী বাঘলান ও তাকহার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে তালেবানদের হামলায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। তারা বলছেন, ওই হামলায় অনেক তালেবান যোদ্ধাও নিহত হয়েছে।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসার তোড়জোড় চলছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমি খলিলজাদ তালেবানদের সঙ্গে তিন দফা আলোচনায় বসেছিল। তবে চতুর্থ দফার আলোচনা শুরু হওয়ার আগে তালেবানরা তা বাতিল করে দেয়।

উপরে