শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 January, 2019 02:28

ইরানকে চাপে রাখতে পোল্যান্ড-মার্কিন যৌথ সম্মেলন

ইরানকে চাপে রাখতে পোল্যান্ড-মার্কিন যৌথ সম্মেলন
মেইল রিপোর্ট :

ইরান ও মধ্যপ্রাচ্য নিয়ে আগামী মাসে পোল্যান্ডে একটি যৌথ সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারে এ সম্মেলন হবে।

ফক্স নিউজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টি কেন্দ্রীভূত করেই সেখানে আলোচনা হবে। ইরানের অস্থিতিশীল প্রভাব নিয়েও এতে কথা হবে।

বেশকিছু ঘটনাকে কেন্দ্র করে সমর্থন জোরদার করতে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছেন মাইক পম্পেও।

সিরিয়া থেকে মার্কিন সেনাপ্রত্যাহার, কাতারে সৌদি অবরোধ ও তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডই এ সফরের মূল আলোচ্যসূচি বলে ভাবা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ওয়ারশোতে অনুষ্ঠেয় ওই সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

পম্পেও বলেন, এতে বিশ্বের কয়েক ডজন দেশকে এক জায়গায় নিয়ে আসা হবে।

তবে এ বৈঠকের খবর উড়িয়ে দিয়ে ইরান বলছে, পোলিশরা লজ্জা এড়াতে পারবে না। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটিকে ইরানই রক্ষা করেছিল। আজ তারা ইরানবিরোধী এক সারকাসের আয়োজন করতে যাচ্ছে।

উপরে