শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 17 January, 2019 02:22

জি-৭৭ এর নেতৃত্বে ফিলিস্তিন, ইসরাইলের সমালোচনা

জি-৭৭ এর নেতৃত্বে ফিলিস্তিন, ইসরাইলের সমালোচনা
মেইল রিপোর্ট :

উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-৭৭ এর সভাপতির দায়িত্ব নিয়েছেন ফিলিস্তিনি স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে মিশর আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের দায়িত্ব ফিলিস্তিনের কাছে হস্তান্তর করে। 

ওই প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অধীনে সবচেয়ে বড় সংগঠন এটি। জি-৭৭ এর সভাপতিত্ব পাওয়াকে বিরাট দায়িত্ব বলে মন্তব্য করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের পক্ষে তিনি এ দায়িত্ব বিনয়ের সঙ্গে পালন করে যাবেন।

এছাড়া সংগঠনের দায়িত্ব নেয়ার সময় মাহমুদ আব্বাস ইসরাইলের ‘দখলদারিত্ব’ নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ইসরাইলের কারণে মধ্যপ্রাচ্যের সব জনগণের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত, জি-৭৭ হচ্ছে চীন এবং উন্নয়নশীল ১৩৪টি দেশের সংগঠন যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এ সংগঠনে ৭৭টি সদস্য দেশ ছিল। তবে বর্তমানের এর সদস্য দেশ ১৩৪টি এবং এটি বিশ্বের শতকরা ৮০ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে।

উপরে