শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 February, 2019 14:52

সৌদি যুবরাজের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফর স্থগিত

সৌদি যুবরাজের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফর স্থগিত
মেইল রিপোর্ট :

অজ্ঞাত কারণে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সফর বাতিল করা হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাফিউদ্দিন আব্দুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

এদিকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুবরাজ সালমানের পূর্বঘোষিত সফর স্থগিত করা হয়েছে এবং দুপক্ষ পরবর্তীতে আরেকটি সম্ভাব্য তারিখ ঠিক করার জন্য পরস্পরের সঙ্গে যোগাযোগ করবে।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুবায়েরও গণমাধ্যমকে বিন সালমানের পূর্ব এশিয়া সফর বাতিল হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে সৌদি যুবরাজের সফর বাতিল হলো এ বিষয়ে মুখ খোলেনি কোনও দেশই।

এর আগে গতকাল শনিবার অজ্ঞাত কারণে সৌদি যুবরাজের পকিস্তান সফর একদিনের জন্য স্থগিত করা হয়। অবশ্য আজ তিনি করাচিতে পৌঁছেছেন।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে প্রখ্যাত সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার পর এই প্রথম যুবরাজ বিন সালমান দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে খাশোগির নিহত হওয়ার ঘটনায় মোহাম্মাদ বিন সালমান সরাসরি জড়িত ছিলেন বলে তুর্কি তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছিলেন। ওই হত্যাকাণ্ডের ঘটনা গোটা বিশ্বে আলোড়ন তৈরি করে এবং আন্তর্জাতিক অঙ্গনে সৌদি যুবরাজের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। সেই ভাবমূর্তি আজও পুনরুদ্ধার করতে পারেননি বিন সালমান।

উপরে