ইরাক-ইরান সম্পর্ক জোরদার করতে বাগদাদ সফরে রুহানি
প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার আগ্রহ নিয়ে সোমবার থেকে তিন দিনের বাগদাদ সফর শুরু করছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
ইরাকের উদ্দেশে দেশ ছাড়ার আগে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে প্রেসিডেন্ট রুহানি সাংবাদিকদের বলেন, ‘ইরাকের সঙ্গে সম্পর্ক জোরদার, বিশেষ করে আমরা তাদের সঙ্গে পরিবহন সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। এ নিয়ে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে যা নিয়ে বাগদাদ সফরের সময় আলোচনা হবে।’
তিনদিনের এ সফরে জ্বালানি, পরিবহন, কৃষি, শিল্প ও স্বাস্থ্য খাতে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ইরনা।
রুহানির এক সফরসঙ্গী এ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন, ‘আমেরিকার অন্যায্য অর্থনৈতিক অবরোধকে অগ্রাহ্য করে তিনতিনের এ সফরের মাধ্যমে ইরাকের সঙ্গে তেহরানের সম্পর্ক আরো শক্তিশালী করা হবে।’ এই সফরকে ইরানের অর্থনীতির জন্য একটি ‘সুযোগ’বলেও আখ্যায়িত করেছেন ওই ব্যক্তি।
রুহানির এই সফর যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিচ্ছে যে, মার্কিন সরকারের প্রভাব বিস্তারকারী বাগদাদের সঙ্গে এখনও ইরানের একটি ভালো সম্পর্ক রয়েছে।
এমনকি ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করার পরও দেশটিতে সফর করছেন রুহানি। যদিও এ সফর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্র।