শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 March, 2019 10:31

৫ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান-ইরাক

৫ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান-ইরাক
মেইল রিপোর্ট :

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বাগদাদ সফরের প্রথম দিনে অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতে পাঁচটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছে ইরান ও ইরাক।

প্রেসিডেন্ট রুহানি এবং ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদির উপস্থিতিতে সোমবার বাগদাদে এসব সমঝোতা স্মারকে সই করেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে এসব স্মারকে স্বাক্ষর করেছেন প্রতিবেশী দুই দেশের মন্ত্রীরা।

এসব সমঝোতা স্মারকের ভিত্তিতে বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও তেল শিল্পখাতে সহযোগিতা জোরদার করবে তেহরান ও বাগদাদ। একইসঙ্গে দু’দেশ ইরানের দক্ষিণাঞ্চলীয় শালামচে শহর ও ইরাকের বসরা নগরীর মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে।

এ ছাড়া, ইরাক ও ইরান সরকার দু’দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে যা আগামী মাস থেকে কার্যকর হবে। আরেকটি সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয় দ্বিপক্ষীয় ব্যবসার সুযোগসুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।

এর আগে সোমবার বাগদাদ পৌঁছনোর পর প্রেসিডেন্ট রুহানিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার থেকে তিনদিনের ইরাক সফর শুরু করেছেন। ২০১৩ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি বাগদাদ সফরে গেলেন।

এমন সময় এ সফর অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন সরকার ইরাক ও ইরানের সম্পর্কে ফাটল ধরানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানোর জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

এর আগে রুহানির এক সফরসঙ্গী ইরাক সফর নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন, ‘আমেরিকার অন্যায্য অর্থনৈতিক অবরোধকে অগ্রাহ্য করে তিনতিনের এ সফরের মাধ্যমে ইরাকের সঙ্গে তেহরানের সম্পর্ক আরো শক্তিশালী করা হবে।’ এই সফরকে ইরানের অর্থনীতির জন্য একটি ‘সুযোগ’বলেও আখ্যায়িত করেছেন ওই ব্যক্তি।

রুহানির এই সফর যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিচ্ছে যে, মার্কিন সরকারের প্রভাব বিস্তারকারী বাগদাদের সঙ্গে এখনও ইরানের একটি ভালো সম্পর্ক রয়েছে।

এমনকি ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করার পরও দেশটিতে সফর করছেন রুহানি। যদিও এ সফর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্র।

উপরে