শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 April, 2019 00:45

ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত
মেইল রিপোর্ট :

গাজা সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই গুলিবর্ষণের ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছেন।

গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে পাঁচটি রকেট হামলা চালানো হলে ইসরায়েল পাল্টা ট্যাংক হামলা চালায়। ইসরাইলি সেনাবাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এই রকেট হামলা ও পাল্টা ট্যাংক হামলায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি ট্যাংকগুলো গাজার মধ্যাঞ্চলে ও গাজা সিটির পূর্বাঞ্চলে হামাসের পোস্ট লক্ষ্য করে হামলা চালায়।

এক বছর আগে গাজা ও ইসরাইল সীমান্তে রক্তক্ষয়ী বিক্ষোভ ও সংঘর্ষ হয়। এ নিয়ে এক বছর পূর্তি উপলক্ষে গাজার হাজার হাজার বাসিন্দা দিবসটি উপলক্ষে সীমান্তে জড়ো হয়। এসময় বিক্ষুদ্ধ ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাযেলি সেনাদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে বিক্ষোভকালে একজন এবং শনিবার রাতে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ১৭ বছর বয়সী তিন কিশোর নিহত হয়েছে।

এদিকে আশঙ্কা করা হলেও ১৪ মে’র মতো বিক্ষোভ ও ভয়াবহ রক্তপাত হয়নি। ওইদিন সংঘর্ষে ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করার প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

উপরে