শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 April, 2019 21:02

দীর্ঘ ৩০ বছর পর ইরাকে দূতাবাস খুললো সৌদি আরব

দীর্ঘ ৩০ বছর পর ইরাকে দূতাবাস খুললো সৌদি আরব

ইকবাল হোসেন, বাগদাদ, ইরাক থেকে: অবশেষে দীর্ঘ ৩০ বছর পর ইরাকের বাগদাদে আবারো দূতাবাস খুললো সৌদি আরব। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য একশ কোটি ডলারের সাহায্য ঘোষণা করা হয়েছে। ইরাক সফররত সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবী এ ঘোষনা দেন। তিনি বলেন, ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে বাগদাদ এবং রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঠেকাতে প্রায় তিন যুগ পর ফের ইরাকের ঘনিষ্ঠ হচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে ইরাকের সঙ্গে ফের সম্পর্ক উন্নয়ন করতে চায় রিয়াদ। এ লক্ষ্যে ৩০ বছর পর এ মাসে ফের বাগদাদে দূতাবাস খুলেছে সৌদিআরব।

১৯৯০ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন কুয়েত আক্রমণ করার পর থেকে প্রতিবেশি দেশ ইরাকের সঙ্গে সবধরণের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। তখন থেকে দু’দেশের মধ্যে কোনো বিমান চলাচলও করেনি।

ইরাকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার পর ২০১৭ সালে দুই দেশের মধ্যে পুনবায় বিমান চলাচল শুরু হয়।

চলিতি সপ্তাহে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবীর নেতৃত্বে উচ্চতর একটি প্রতিনিধি দলের ইরাক সফর করেন। সৌদি বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রীর এ সফরেই নতুন দূতাবাসটি উদ্বোধন করা হয়।

ইরাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ সাহাফ জানান, সৌদি দূতাবাসটি বাগদাদের গ্রীণ জোনে খোলা হয়েছে। দীর্ঘ সময় পর সৌদির এমন উদ্যোগে উভয় দেশেই লাভবান হবে।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি ৬ এপ্রিল ইরান সফরে যাচ্ছেন। চলতি মাসের শেষের দিকে তার সৌদি সফরেরও কথা রয়েছে।

উপরে