কাতারের মর্গে পড়ে আছে প্রবাসী বাংলাদেশির লাশ
কাতারের আলখোর হামাদ হাসপাতালের মর্গে পড়ে আছে আজিজুর রহমান (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ।
তিনি মৌলভীবাজারের বড়লেখার বর্নি ইউনিয়নের সৎপুর গ্রামের আবদুল মানিক মইনের ছেলে। আইনি জটিলতার কারণে লাশ দেশে আনার ব্যাপারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।
জানা যায়, ১ ছেলে ও ৪ মেয়ের জনক আজিজুর রহমান ২০১৪ সালে জীবিকার সন্ধানে জমিজমা বিক্রি করে কাতার যান। কিন্তু মেডিকেল সংক্রান্ত জটিলতায় সেখানে কাজের অনুমতি পাননি। গত ৩ এপ্রিল হঠাৎ তিনি এপেন্ডিসাইটিসের ব্যথায় অসুস্থ হন। খবর পেয়ে ভাই সাহেদ আহমদ তাকে আলখোর হামাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর থেকে লাশ ওই হাসপাতালের মর্গে পড়ে আছে। আজিজুর রহমান অবৈধভাবে কাতারে থাকায় লাশ দেশে পাঠানো কঠিন হয়ে পড়েছে। কারণ মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ৬ হাজার রিয়াল জরিমানা, দেশে পাঠানোর বিমান টিকিট ইত্যাদি আইনি জটিলতা সৃষ্টি করেছে।