শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 April, 2019 00:27

‘পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের জন্য বসে থাকবে না ইরান’

‘পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের জন্য বসে থাকবে না ইরান’
ফাইল ছবি
মেইল রিপোর্ট :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন থেকে অনেক দূরে রয়েছে ইউরোপ। ইরান তাদের অপেক্ষায় বসে থাকবে এমনটি ভাবা ঠিক নয়। 

তিনি আরও বলেন, ইউরোপীয়রা ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থা ‘ইনসটেক্স’ চালুর মাধ্যমে একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। তবে গত সপ্তাহে ইরানেও একই ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে লেনদেন প্রক্রিয়া চালুর ক্ষেত্রে বিলম্ব করার আর কোনও অজুহাত ইউরোপীয়দের কাছে রইলো না। 

জাওয়াদ জারিফ বলেন, ইরান ইউরোপীয়দের জন্য বসে থাকবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরই মধ্যে অধিকাংশ প্রতিবেশী দেশের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে।

ইরানের বন্যাদুর্গত মানুষের কাছে আর্থিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে মার্কিন প্রতিবন্ধকতার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক এমনকি ইউরোপীয় ব্যাংকগুলোও মার্কিন হুমকির কারণে ইরানের বন্যার্ত মানুষের কাছে মানবিক সাহায্য পাঠাতে রাজি হয়নি।

উপরে