'ইসলামের শত্রুতায় পশ্চিমা মিডিয়া উঠেপড়ে লেগেছে'
ইসলামের শত্রুতায় পশ্চিমা মিডিয়া উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
বৃহস্পতিবার দেশটির রাজধানী আঙ্কারায় ‘ভবিষ্যৎ কর্ম; চ্যালেঞ্জ ও অর্জন’ শীর্ষক একটি সেমিনারে বক্তৃতা প্রদানকালে এরদোগান বলেন, পশ্চিমা মিডিয়া যে তুরস্কের বিপক্ষে নেতিবাচক সংবাদ প্রকাশে উঠেপড়ে লেগেছে, এর মূল কারণ হল ইসলাম ও মুসলিমদের প্রতি শত্রুতা।
তুরস্কে সন্ত্রাসবাদ ও শরণার্থী-এ দুটি বিষয়ে তারা লাগামহীন সংবাদ প্রচার করছে।
এ সময় এরদোগান বলেন,বৈশ্বিক অন্যায় ও অবিচারের বিপক্ষে আমাদের কণ্ঠস্বর যখনই গর্জে উঠে পশ্চিমা মিডিয়া তখনই আমাদেরকে আক্রমণ করে সংবাদ পরিবেশন করে, আর ধীরে ধীরে এই অবস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।
পশ্চিমা মিডিয়ার সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তারা বিশ্বকে তুরস্কের অর্থনীতির পতন দেখাতে চায়, অথচ তারা তুরস্কের বাস্তব অবস্থা জানে না যে, তুরস্ক ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। আসল কথা হলো তারা ইসলাম ও মুসলিমদের প্রতি শত্রুতাবশত এসব করছে।