শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 April, 2019 02:00

ফিলিস্তিনকে প্রতি মাসে ১০০ মিলিয়ন ডলার দেবে আরব লীগ

ফিলিস্তিনকে প্রতি মাসে ১০০ মিলিয়ন ডলার দেবে আরব লীগ
কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক। ছবি: নিউইয়র্ক মেইল
মেইল রিপোর্ট :

ফিলিস্তিন সরকারকে প্রতিমাসে ১০০ মিলিয়ন ডলার দেয়ারও অঙ্গীকার করেছে আরব লীগ।

রোববার (২১ এপ্রিল) ফিলিস্তিন বিষয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এ বৈঠকে ফিলিস্তিনিদের স্বাধীনতা ক্ষুণ্ণ করে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রতিবন্ধক এমন কোনও ফর্মুলা আরব দেশগুলো মেনে নেবে না বলেও জানায় আরব দেশগুলোর এ জোট।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে এ বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। মাহমুদ আব্বাসসহ অন্যান্য শীর্ষ আরব নেতারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে বিশ্ব নেতাদের কয়েকটি আহ্বান জানানো হয়।

ওই আহ্বানগুলো হলো- ইসরাইলি আগ্রাসন থেকে ফিলিস্তিনকে রক্ষায় ১৯৬৭ সালের ৪ জুনের আগের অবস্থায় ভূখণ্ডটি ফিরিয়ে দেয়া। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা এবং ইসরাইলের কারাগারে বন্দি সব ফিলিস্তিনি বন্দিদের ফেরত দেয়া।

২০১৮ সালে আরব লীগের সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পেশকৃত প্রস্তাবগুলোও পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকে সর্বসম্মতিতে গ্রহণ করা হয়।

এর আগে গত মার্চে তিউনিসিয়ার আরব লীগের বার্ষিক সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেছিলেন, ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতাপ্রাপ্তি পর্যন্ত আরব দেশগুলোর কাছে ফিলিস্তিন ইস্যুটি সর্বাধিক গুরুত্ব পাবে।

পাশাপাশি গোলান মালভূমিতে সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এমন কোনো সিদ্ধান্তও প্রত্যাখ্যাত হবে বলে জানান তিনি।

উপরে