যুক্তরাষ্ট্র ক্ষমা চাইলে আলোচনায় বসবে ইরান
মেইল রিপোর্ট :
ইরানের সঙ্গে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে চাপ উঠিয়ে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
ওয়াশিংটনের নিষেধাজ্ঞার ঘোষণার পর মঙ্গলবার নভেম্বরের তুলনায় তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানি তেলের আমদানির ওপর নিষেধাজ্ঞা ছাড় আগামী সপ্তাহে শেষ হবে। আমদানি-রফতানিকারকদের তেহরানের কাছ থেকে ক্রয় করা এবং বিশ্বব্যাপী সরবরাহ আরও কঠিন হয়ে পড়বে।
রুহানি বলেন, আমরা সবসময় আলোচনা ও কূটনীতির জন্য একজন মানুষ হয়েছি, একই ভাবে আমরা যুদ্ধ ও প্রতিরক্ষার জন্যও হয়েছি। আলোচনা একভাবে সম্ভব যদি চাপ উঠিয়ে তারা তাদের অবৈধ কার্যকলাপের জন্য ক্ষমা চেয়ে পারস্পরিক সম্মনবোধ দেখায়।