শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 May, 2019 17:42

এফ-৩৫ নিয়ে উত্তেজনার মধ্যেই এরদোগান-ট্রাম্প ফোনালাপ

এফ-৩৫ নিয়ে উত্তেজনার মধ্যেই এরদোগান-ট্রাম্প ফোনালাপ
মেইল রিপোর্ট :

এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

সোমবার রাতে তাদের মধ্যে এ ফোনালাপ হয় বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। 

হোয়াইট হাউস জানায়, ফোনালাপে দুই প্রেসিডেন্ট ব্যবসায়িক সম্পর্ক ও সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন। এ সময় এরদোগান ও ট্রাম্প দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাশিয়া থেকে তুরস্কের ক্রয়কৃত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ নিয়েও কথা হয় বলে জানা গেছে।

ফোনালাপে গত রোববার ক্যালিফোর্নিয়ায় একটি ইহুদি উপাসনালয়ে হামলার জেরে এক নারী নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্টকে সমবেদনা জানান এরদোগান।

প্রসঙ্গত, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটেছে।

মঙ্গলবার ইস্তানম্বুলে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্ককে বাদ দিয়ে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্প ব্যর্থ হবে।আমরা এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আল্টিমেটাম দিচ্ছি। তুরস্ককে বাদ দিয়ে এফ-৩৫ প্রকল্প করলে এটি ধ্বংস হয়ে যাবে।

এরদোগান বলেন, যারা এফ-৩৫ প্রকল্পের থেকে তুরস্ককে বাদ দেয়ার চেষ্টা করছেন তারা এ ব্যাপারে চিন্তা না করে বলেছেন যে, আঙ্কারা তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

উপরে