শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 May, 2019 01:52

ইরাকে ইফতারের সময় আত্মঘাতী হামলায় নিহত ৮

ইরাকে ইফতারের সময় আত্মঘাতী হামলায় নিহত ৮
মেইল রিপোর্ট :

ইরাকে ইফতারের সময় একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। 

দেশটির পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বাগদাদের শহরতলী সদর সিটির একটি বাজারে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বাগদাদ পুলিশের কর্মকর্তা ইহসান আলি বলেছেন, সদর সিটির জনপ্রিয় জামিলা মার্কেটে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। 

তিনি বলেন, সবশেষ খবর অনুযায়ী ওই বিস্ফোরণে আটজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে।

পুলিশের কর্মকর্তা আলি আরও বলেন, ভিড়ের মধ্যে চালানো ওই হামলায় বেশ কয়েকটি স্টল ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে এমন এক সময় ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয় যখন মানুষজন ইফতার শেষে বাজারে কেনাকাটার জন্য জড়ো হয়েছিলেন।

অন্যদিকে ওই হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বাগদাদের নিরাপত্তায় নিয়োজিত থাকা বাগদাদ অপারেশন্স কমান্ড ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

পবিত্র রমজান মাসে চালানো এই হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও গ্রুপ। কিন্তু জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সাধারণত নিরাপত্তা বাহিনী এবং জনাকীর্ণ এলাকায় এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।

উপরে