শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 May, 2019 20:19

ইরানি তেল কিনছে না তুরস্ক

ইরানি তেল কিনছে না তুরস্ক
মেইল রিপোর্ট :

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে দ্বিমত সত্ত্বেও তেহরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে তুরস্ক।

বুধবার তুরস্কের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার প্রতি সম্মান দেখিয়ে ইরান থেকে তেল ক্রয় বন্ধ রেখেছে আংকারা।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম কিরানের ওয়াশিংটনে সফরের সময় নাম প্রকাশে এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত মিত্রতার কারণে আমরা নিষেধাজ্ঞার প্রতি সম্মান দেখাচ্ছি।

বছরখানেক আগে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাশাপাশি ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে দেশটির তেল রফতানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে ওয়াশিংটন।

এছাড়া যেসব দেশ ইরান থেকে তেল ক্রয় করছে, সেসব দেশকেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু বানিয়েছে ট্রাম্প প্রশাসন।

প্রাথমিকভাবে চীন, ভারত, জাপানসহ আটটি দেশকে ইরান থেকে তেল কেনায় ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। এসব দেশকে তেহরানের অপরিশোধিত তেল কেনার সুযোগ দেয়ার পর গত ২ মে তা বন্ধ করে দিয়েছে।

আংকারা প্রথমে মার্কিন নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে নিজের অনিচ্ছার কথা জানালেও গত ২ মে থেকে ইরানি তেল কেনা বন্ধ রেখেছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ওয়াশিংটনে তুর্কিশ প্রতিনিধিরা দুই ন্যাটো মিত্রের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের বিষয়টিও ছিল।

ওয়াশিংটন বলছে, মস্কোর সঙ্গে আংকারার চুক্তি পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি। গত এপ্রিলে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দিয়েছে ওয়াশিংটন।

ওয়াশিংটনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্রয় চুক্তি আগেই সম্পন্ন হয়েছে। কাজেই মস্কোর সঙ্গে নিজেদের যোগাযোগ রক্ষার সিদ্ধান্তে দৃঢ়সঙ্কল্প আংকারা।

উপরে