শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 June, 2019 23:58

আহত ইরানি নৌক্রুকে উদ্ধার করল সৌদি

আহত ইরানি নৌক্রুকে উদ্ধার করল সৌদি
মেইল রিপোর্ট :

ইয়েমেন উপকূলে চিরশত্রু ইরানি জাহাজ থেকে একজন আহত ক্রু সদস্যকে উদ্ধার করেছে সৌদি আরব।

পরবর্তীতে তাকে ইরানি-নিবন্ধিত সাভিজ জাহাজ থেকে বিমানে করে নিয়ে যাওয়া হয়। হুদাইদা বন্দর থেকে যেটি ১৭০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

আন্তর্জাতিক সমর্থিত সরকারকে ক্ষমতায় বসাতে ইয়েমেনে অনবরত বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।

যে জাহাজটি থেকে ইরানি ক্রুকে উদ্ধার করা হয়েছে, সেটি বাণিজ্যিক কার্গো জাহাজ হিসেবে নিবন্ধিত। কিন্তু সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেন, সাভিজকে সামরিক নৌযান হিসেবে কাজে লাগানো হতো।

তিনি বলেন, এই সন্দেহজনক জাহাজটি থেকে হুমকির আশঙ্কা থাকলেও এই সহায়তা দেয়া হয়েছে। তারা ইয়েমেনি জনগণের স্বার্থ ও জোট বাহিনীর বিরুদ্ধে একের পর এক শত্রুতা চালিয়ে যাচ্ছে। লোহিত সাগরে তারা বিশ্ববাণিজ্য ও বৈশ্বিক জলপথের জন্যও হুমকি।

সৌদি আরবের সমন্বয় দলের কাছে জাহাজটি থেকে যন্ত্রণাদায়ক একটি ফোন আসার পর সেখানে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে।

আল মালিকি বলেন, জাতিসংঘের ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছ থেকে সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধও এসেছিল।

সৌদি জোট জানায়, ওই ক্রু সদস্যের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছিল এবং তা আরও মারাত্মক অবস্থার দিকে যাচ্ছিল।

এরপর সৌদি জোটের নৌজাহাজ থেকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে তাকে। পরবর্তীতে তাকে জাজানে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপরে