আহত ইরানি নৌক্রুকে উদ্ধার করল সৌদি
ইয়েমেন উপকূলে চিরশত্রু ইরানি জাহাজ থেকে একজন আহত ক্রু সদস্যকে উদ্ধার করেছে সৌদি আরব।
পরবর্তীতে তাকে ইরানি-নিবন্ধিত সাভিজ জাহাজ থেকে বিমানে করে নিয়ে যাওয়া হয়। হুদাইদা বন্দর থেকে যেটি ১৭০ কিলোমিটার উত্তরপশ্চিমে।
আন্তর্জাতিক সমর্থিত সরকারকে ক্ষমতায় বসাতে ইয়েমেনে অনবরত বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।
যে জাহাজটি থেকে ইরানি ক্রুকে উদ্ধার করা হয়েছে, সেটি বাণিজ্যিক কার্গো জাহাজ হিসেবে নিবন্ধিত। কিন্তু সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেন, সাভিজকে সামরিক নৌযান হিসেবে কাজে লাগানো হতো।
তিনি বলেন, এই সন্দেহজনক জাহাজটি থেকে হুমকির আশঙ্কা থাকলেও এই সহায়তা দেয়া হয়েছে। তারা ইয়েমেনি জনগণের স্বার্থ ও জোট বাহিনীর বিরুদ্ধে একের পর এক শত্রুতা চালিয়ে যাচ্ছে। লোহিত সাগরে তারা বিশ্ববাণিজ্য ও বৈশ্বিক জলপথের জন্যও হুমকি।
সৌদি আরবের সমন্বয় দলের কাছে জাহাজটি থেকে যন্ত্রণাদায়ক একটি ফোন আসার পর সেখানে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে।
আল মালিকি বলেন, জাতিসংঘের ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছ থেকে সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধও এসেছিল।
সৌদি জোট জানায়, ওই ক্রু সদস্যের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছিল এবং তা আরও মারাত্মক অবস্থার দিকে যাচ্ছিল।
এরপর সৌদি জোটের নৌজাহাজ থেকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে তাকে। পরবর্তীতে তাকে জাজানে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।