ইয়েমেনে সরকারি বাহিনীর হামলায় ১০ হুতি নিহত
ইয়েমেনে শিয়া সম্প্রদায়ের হুতি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায় সরকারি বাহিনীর হামলায় কমপক্ষে ১০ হুতি নিহত হয়েছেন।
আ. হাকিম ফাডেল নামে দেশটির এক ব্রিগেডিয়ার জেনারেল জানান, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের যুদ্ধবিমান শনিবার হুতিদের ওই অবস্থানে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সাবার।
তিনি বলেন, ওই হামলায় বিদ্রোহীদের অনেকে আহত হয়েছেন। তবে আহতদের সংখ্যা জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে হুতি বিদ্রোহীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২০১৪ সাল থেকে রাজধানী সানাসহ উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদা হুতিদের নিয়ন্ত্রণে চলে যায়।
২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিতাড়িত করতে তাদের ওপর সামরিক শক্তি প্রয়োগ শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
ফলে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দেয়। জাতিসংঘের মতে, আধুনিক বিশ্বে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্য়য় ঘটেছে ইয়েমেনে। শিশুসহ লাখ লাখ মানুষ সেখানে অনাহারে মারা যাচ্ছে।