পারস্য উপসাগরে যৌথ সামরিক মহড়া চালাবে ইরান-রাশিয়া
পারস্য উপসাগরে যৌথ সামরিক মহড়া চালাতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। চলতি বছরের শেষ দিকে এ মহড়া অনুষ্ঠিত হতে পারে।
ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২৯ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়ার ফাঁকে ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে অ্যাডমিরাল খানজাদি যৌথ মহড়ার বিষয়টি জানান।
তিনি বলেন, ইরান ও রাশিয়া একটি চুক্তিতে পৌঁছেছে যার আওতায় চলতি বছর ভারত মহাসাগর, মাকরান পানিসীমা, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।
সেন্ট পিটার্সবার্গ শহরে রোববার রাশিয়া নৌবাহিনী দিবস উদযাপন করে এবং এ অনুষ্ঠানে বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিদল অংশ নেয়। ইরানি প্রতিনিধিদলে নেতৃত্ব দেন অ্যাডমিরাল খানজাদি।
তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে এই প্রথম এ ধরনের চুক্তি হলো। এই চুক্তির ফলে দু দেশের মধ্যে, বিশেষ করে নৌবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরো জোরদার হবে।