শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 August, 2019 01:20

এখন থেকে একাই ভ্রমণ করতে পারবেন সৌদি নারীরা

এখন থেকে একাই ভ্রমণ করতে পারবেন সৌদি নারীরা
মেইল রিপোর্ট :

এখন থেকে কোনো পুরুষ অভিভাবক ছাড়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন সৌদি আরবের নারীরা। 

শুক্রবার (২ আগস্ট) এক রাজকীয় ফরমান জারির মধ্যদিয়ে দেশটিতে নতুন এই আইন জারি করা হয়েছে বলে বিবিসি'র একটি প্রতিবেদনে বলা হয়।

ফরমানে বলা হয়, ২১ বছরের বেশি বয়সী যে কোনো নারী এখন থেকে কোনো পুরুষ অভিভাবকের অনুমোদন ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আর এজন্য তাকে কোনো পুরুষ অভিভাবকের অনুমতি হবে না ।

এর ফলে এখন থেকে পুরুষদের মতোই প্রাপ্তবয়স্ক সৌদি নারীরাও দেশে ও দেশের বাইরে স্বাধীনভাবে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও নতুন এই আইনে সৌদি নারীদের শিশুর জন্মের নিবন্ধন করা এবং বিয়ে করা কিংবা বিয়ে বিচ্ছেদের ক্ষমতা দেওয়া হয়েছে। এর পাশাপাশি সৌদি আরবের নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথাও বলা হয়েছে ওই রাজকীয় ফরমানে।

নতুন এই আইনে বলা হয়, সব নাগরিকেরই কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করতে হবে। লিঙ্গ, বয়স বা শারীরিক অক্ষমতার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য তৈরি করার সুযোগ নেই।

এই আইন জারির ফলে সৌদি নারীরা এখন অনেকটাই পুরুষের সমকক্ষ হিসেবে বিবেচিত হবেন।  

উল্লেখ্য, এই আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত,  পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট পেতেন না সৌদি নারীরা। এমনকি তারা একা কোথাও ঘুরতেও যেতে পারতেন না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাম্প্রতিক সময়ে দেশটিতে নারীদের মর্যাদার উন্নয়নে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় এই আইনটি জারি করা হলো। 

উপরে