শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 August, 2019 02:48

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওষুধ সঙ্কটে ইরান

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওষুধ সঙ্কটে ইরান
মেইল রিপোর্ট :

ইরান অভিযোগ করে বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তারা জীবন রক্ষাকারী ঔষধ পাচ্ছে না। ফলে ওষুধের হাহাকার চলছে গোটা দেশ জুড়ে। তবে তেহরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন।

ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেছেন, ইরানের জনগণের জন্য যুক্তরাষ্ট্র ঔষধ ও চিকিৎসা সামগ্রী নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলছেন, ফার্মাসিউটিক্যালসের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে। কেননা ঔষধ কিনতে আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ওষুধ সঙ্কটে পড়েছে ইরানের সাধারণ মানুষ। বিবিসির পার্সিয়ান সার্ভিস তাদের দর্শকদের কাছ থেকে ঔষধের দাম বৃদ্ধির বিষয়টি জানতে পেরেছে।

এ প্রসঙ্গে এক ভুক্তভোগী বলেন, ‘আমি আমার এলাকার ফার্মেসিতে একটি প্রয়োজনীয় ওষুধ পাইনি। এর জন্য আমাকে অন্য কয়েকটি শহরের ফার্মেসিগুলোতে খোঁজ নিয়েছিলাম। অল্প কয়েকটিতে ফার্মেসিতে ওষুধটি আছে। কিন্তু দাম এতো বেশি যে আমি তা কিনতে পারিনি। বিবিসি প্রতিনিধি ইরানের অভ্যন্তরে একজন ঔষধ আমদানীকারকের সাথেও কথা বলেছে।

তিনি বলছেন, গত দু'বছরে ওষুধের ঘাটতি দেখা দিয়েছে এবং দামও বেড়ে গেছে। বিশেষ করে অচেতন করা, ক্যান্সার চিকিৎসা ও ডায়াবেটিসের ঔষধ পাওয়াটা কঠিন হয়ে উঠেছে। এছাড়া ইরান সরকারের তথ্য অনুযায়ী, গত এক বছরে স্বাস্থ্য ও মেডিকেল সেবার খরচ বেড়েছে ১৯ শতাংশ। আর এর পিছনে মার্কিন নিষেধাজ্ঞা যে প্রভাব ফেলছে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ছয় জাতির পরমাণু চুক্তির পর ২০১৬ সালে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিলো। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসার পর তেহরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র যার প্রভাব পড়েছে দেশটির শিল্প ও ব্যাংক খাতে।

উপরে