শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 August, 2019 00:17

তৃতীয় ধাপে পরমাণু চুক্তি থেকে সরে যাচ্ছে ইরান

তৃতীয় ধাপে পরমাণু চুক্তি থেকে সরে যাচ্ছে ইরান
মেইল রিপোর্ট :

পাওয়ার সিক্স বা ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে দেশটি আরও এক ধাপ সরে যেতে প্রস্তুত বলে জানিয়েছে তেহরান।

সোমবার (১৯ আগস্ট) ইরানের পরমাণু সংস্থা এইওআই’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, তৃতীয় ধাপে পরমাণু চুক্তির প্রতিশ্রুতি শিথিলের উদ্দেশ্যে এরই মধ্যে ষষ্ঠ প্রজন্মের সেন্ট্রিফিউজ মেশিন সন্নিবেশ করেছে এইওআই। প্রতিষ্ঠানের প্রধান আলি আকবর সালেহি ইরানি পার্লামেন্টের এক কমিটির সঙ্গে এ সংক্রান্ত আলোচনা করেছেন। আলোচনায় তিনি জানান, তার প্রতিষ্ঠান তৃতীয় পর্যায়ে পরমাণু চুক্তির কিছু প্রতিশ্রুতি শিথিলে প্রস্তুত।

রোববার সালেহির বরাত দিয়ে ইরানভিত্তিক সংবাদমাধ্যম তাসনিমে দেওয়া এক সাক্ষাৎকারে এমপি হোসেইন নাকাভি বলেন, জেসিপিওএ পর্যবেক্ষক দল দুই সপ্তাহ আগেই বেশ কিছু প্রস্তাবসহ তৃতীয় ধাপে চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দেখা করেছে। সালেহি আরও বলেন, এরই মধ্যে এইওআই নতুন করে প্রায় ২০টি আইআর-৬ সেন্ট্রিফিউজ মেশিন তৈরি করেছে। ইরানি পরমাণু বিষয়ক প্রধান সালেহি আরও বলেন, যদি স্বাক্ষরকারী অন্য দেশগুলো চুক্তি অনুসারে নিজেদের প্রতিশ্রুতি পালন করে, তবে যে কোনো সময় তারা পূর্বের পরমাণু চুক্তিতে ফিরে আসবেন। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যেই ইরানবাসী আরাক পরমাণু কেন্দ্র থেকে ‘সুসংবাদ’ পাবে বলেও জানান তিনি।

এর আগে পরমাণু চুক্তি শিথিল করে ইউরেনিয়ামের মজুদসীমা ৩০০ কেজি থেকে বাড়িয়ে ৩৭০ কেজিতে উন্নীত করে ইরান। এসব ইউরেনিয়ামের মাত্রা ৪.৫ শতাংশ। আগামীতে ইউরেনিয়াম উপাদনের মাত্রা বাড়াতে দেশটি এখন নিজেদের প্রযুক্তিতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম প্রজন্মের সেন্ট্রিফিউজ মেশিন তৈরি করছে।

উপরে