আফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই পরিবারের ১০ জন নিহত
আফগানিস্তানের দক্ষিণপূর্ব অঞ্চলের খোস্ত প্রদেশে একটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মঙ্গলবার একই পরিবারের দশজন নিহত হয়েছেন।
স্থানীয় ও জাতীয় পর্যায়ের সরকারি কর্মকর্তারা জানান, এই দশজনকে বহনকারী গাড়ির ধাক্কায় বোমাটি বিস্ফোরিত হয়। তারা এক জনের দাফনে অংশ নিতে পূর্বাঞ্চলের লোগার প্রদেশে যাচ্ছিলেন।
খোস্তের গভর্নরের মুখপাত্র তালিব মঙ্গল এএফপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী এবং তিনটি শিশু। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আদিল হায়দারও ঘটনাটি নিশ্চিত করেছেন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নসরত রহিমি জানান, তালেবান জঙ্গিরা পরিকল্পিতভাবে রাস্তার পাশে বোমা পুঁতে রেখেছিল। এই হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি তালেবানের পক্ষ থেকে।
এর আগে গত শুক্রবার পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের চার নারী এবং একটি শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হন বলেও জানা গেছে।