শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 December, 2019 00:35

জম্মু-কাশ্মীর নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফের বৈঠক

জম্মু-কাশ্মীর নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফের বৈঠক
মেইল রিপোর্ট :

চীনের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার জম্মু ও কাশ্মীর নিয়ে আবার রুদ্ধদ্বার বৈঠক করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি গত ১২ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নিরাপত্তা পরিষদকে চিঠি লেখেন।

দেশটির এই উদ্বেগকে সামনে রেখে আবার নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছে চীন। দেশটি জানিয়েছে, জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের উদ্বেগে তারাও উদ্বিগ্ন।

জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গত আগস্টেও রুদ্ধদ্বার বৈঠক করে এই পরিষদ। ভারতকে চাপে ফেলার জন্য পাকিস্তানের হয়ে জোর প্রচেষ্টা চালায় চীন।

পরিষদের বেশির ভাগ সদস্য জানান, এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। এই দুই দেশই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিক।
ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই জোর বিরোধিতা করে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করে পাকিস্তান।

ভারতকে কোণঠাসা করতে আন্তর্জাতিক পর্যায়ে সব ধরনের চেষ্টা চালায় পাকিস্তান। আন্তর্জাতিক আদালতেও বিষয়টি ওঠে। কোথাও সুবিধা করতে পারেনি দেশটি।

ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে জম্মু ও কাশ্মীর। একের পর এক স্থানীয় রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করা হয়।

উপরে