ইরাকে আবারো মার্কিন বিমান হামলা, নিহত ৬
মিসাইল ছুড়ে ইরাক ও ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার ২৪ ঘণ্টা পর আবারও ইরাকে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দিনের শুরুতেই উত্তর বাগদাদের তাজ রোডে এই হামলা চালানো হয়।
এদিকে মধ্যপ্রাচ্যে ৭৫০ সেনা পাঠানোর ঘোষণার পর এবারও আরও ৩ হাজার মার্কিন সেনারা সেখানে নিরাপত্তা রক্ষার কাজে যাবেন।
শুক্রবার (৩ জানুয়ারি) এ কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
ইরাকের রাষ্ট্রয়াত্ত্ব টেলিভিশনের খবরে বলা হয়, বাগদাদের এয়ারপোর্টে মিসাইল হামলার পর এবার মিলিশিয়া হাসেদ আল-শাবির এর গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
অপরদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নতুন ৩ হাজার সেনা সদস্য কুয়েতের মার্কিন ঘাঁটিতে অবস্থান করবেন। তারা সেখানে থাকবেন অন্তত ৬০ দিন।
প্রসঙ্গত, বাগদাদ এয়ারপোর্ট এলাকায় ড্রোন থেকে গাড়িতে মিসাইল ছুড়ে হত্যা করা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস্ ফোর্স কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি, ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহাদি আল-মুহান্দিসসহ অন্তত ৮ জনকে।
প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এই মিশনের নির্দেশ দেন। হোয়াইট হাউজ কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘যুদ্ধাবস্থা’ তৈরি হয়েছে। এতে উদ্বিগ্ন বিশ্বের বিভিন্ন দেশের নেতারাসহ আন্তর্জাতিক সম্প্রদায়।