শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 September, 2020 01:45

চ্যালেঞ্জের মুখে সৌদি রাজতন্ত্র

চ্যালেঞ্জের মুখে সৌদি রাজতন্ত্র
মেইল রিপোর্ট :

বিরোধী দলের আত্মপ্রকাশে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সৌদি আরবের রাজতন্ত্র। দেশটির ভিন্নমতাবলম্বীদের একটি দল দেশটিতে বিরোধী দল গঠনের ঘোষণা দিয়েছে। দলটির সদস্যরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নির্বাসনে রয়েছেন।

সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজের শাসনামলে এটিই প্রথম সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, রাষ্ট্র হিসেবে সৌদি আরব পুরোপুরি রাজতান্ত্রিক। সেখানে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতার সুযোগ নেই। ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন বাড়তে থাকার মধ্যে ২৩ সেপ্টেম্বর রাজতন্ত্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামে ওই বিরোধী দল গঠনের ঘোষণা দেওয়া হলো।

এর আগে ২০০৭ ও ২০১১ সালে সংগঠিত রাজনৈতিক দল গঠনের চেষ্টা করায় সংশ্লিষ্ট দলের সদস্যদের গ্রেফতার এবং দমনপীড়নের শিকার হতে হয়েছিল।

এবার যারা দল গঠনের উদ্যোগ নিয়েছেন, বুধবার তারা এক বিবৃতিতে বলেন, ‘আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছি। আমাদের লক্ষ্য সৌদি আরবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ’

দলটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, দলের নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন লন্ডনভিত্তিক বিশিষ্ট মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসিরি। সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ মাদায়ি আল-রশিদ, গবেষক সাঈদ বিন নাসের আল-গামদি,  যুক্তরাষ্ট্রভিত্তিক আবদুল্লাহ আলাউদ এবং কানাডাভিত্তিক ওমর আবদুলআজিজ।

রয়্যাল সৌদি এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা এবং নতুন দলটির মহাসচিব আসিরি বলেন, ‘চরম সংকটময় একটি মুহূর্তে দেশ রক্ষার তাগিদ থেকে আমরা এ দল গঠনের ঘোষণা দিয়েছি। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা এবং শাসনকাজে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। ’

ওই বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরবে সব ধরনের রাজনীতির সুযোগ অবরুদ্ধ হয়ে পড়ায় এ ঘোষণা দিতে হয়েছে। ’

পরাক্রমশালী সৌদি রাজতান্ত্রিক ব্যবস্থার পতন এত সহজ না হলেও, সৌদি শাসকের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

উপরে