করোনার টিকা ছাড়া মিলবে না হজের অনুমতি
মেইল রিপোর্ট :
করোনাভাইরাসের টিকা না নিলে হজের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
গত সোমবার সৌদি সংবাদমাধ্যম ওকাজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যারা করোনার টিকা নিয়েছে কেবল তাদেরকেই চলতি বছর হজের অনুমতি দেওয়া হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, ‘যারা হজে আসতে চান তাদের জন্য কোভিড-১৯ এর টিকা নেওয়া বাধ্যতামূলক এবং এটি হবে প্রধান শর্ত (যাওয়ার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে)।’