শিরোনাম
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা ডলার নিয়ে ভারত-চীন-রাশিয়াকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ইউক্রেনকে জার্মানির ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর যুক্তরাষ্ট্র সীমান্তে এক বছরে ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 September, 2021 00:15

সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হল ইরান

সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হল ইরান
মেইল রিপোর্ট :

আনুষ্ঠানিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যের মর্যাদা পেয়েছে  ইরান।  তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সংস্থাটির ২১তম শীর্ষ সম্মেলনে শুক্রবার ইরানকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হয়।
 
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, সাংহাই সহযোগিতা সংস্থার নেতারা সর্বসম্মতিক্রমে ইরানের সদস্যপদ অনুমোদন করেছেন।

তিনি টুইটারে আরো বলেন, এই সংস্থার কৌশলগত সদস্যপদ ইরান এবং প্রতিবেশী ও ইউরেশিয়ার দেশগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতার দরজা খুলে দেবে।

ভারত, পাকিস্তান ও চীনসহ ন’টি সদস্য দেশ নিয়ে গঠিত এই সংগঠনের শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সংগঠনের নবম দেশ হিসেবে ইরানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানে ভারত যে গঠনমূলক কাজ করেছে, তাতে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করতে পেরেছে। এভাবেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে ওঠে, যা শান্তির পথে একান্ত প্রয়োজনীয়।

এই সম্মেলনে অংশ নিয়েছেন আটটি সদস্য দেশ ও পাঁচটি পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধিরা। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও আলাপ সেরে নিচ্ছেন অংশগ্রহণকারী নেতারা।

শুক্রবার তাজিকিস্তানের রাজধানীর দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন শুরু হয় এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের সদস্যপদ পাওয়ার বিষয়টি ঘোষণা করেন। 

উপরে