অবৈধ ইহুদি বসতি নির্মাণ জোরদার সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল: হামাস
হাজেম কাসেম (ফাইল ছবি)
মেইল রিপোর্ট :
ইসরাইল নতুনকরে একটি ইহুদি উপশহর নির্মাণের ঘোষণা দেওয়ার পর এ প্রতিক্রিয়া দেখালেন হামাস মুখপাত্র।
তিনি আরও বলেছেন, ইহুদি উপশহর নির্মাণের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বর্ণবাদী ইসরাইল আন্তর্জাতিক সব আইন-কানুন ও প্রতিবেদন উপেক্ষা করে তার ইচ্ছা মতো সব কিছু অব্যাহত রেখেছে।
এসব পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনের অস্তিত্ব ও পরিচিতি মুছে ফেলা যাবে না বলে হাজেম কাসেম মন্তব্য করেছেন।
জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণকে অবৈধ বলে মনে করে। জেনেভা কনভেনশন অনুযায়ীও দখলকৃত ভূখণ্ডে যেকোনো ধরণের বসতি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে।
এরপরও ১৯৬৭ সালের যুদ্ধে দখলে নেওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক ইহুদি বসতি নির্মাণ করে যাচ্ছে ইসরাইল।