শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 December, 2022 01:05

জ্বালানি তেল থেকে সৌদির গত ১০ মাসে সর্বনিম্ন আয়ের রেকর্ড

জ্বালানি তেল থেকে সৌদির গত ১০ মাসে সর্বনিম্ন আয়ের রেকর্ড
মেইল রিপোর্ট :

জাতীয় অর্থনীতির মূল স্থম্ভ জ্বালানি তেল থেকে আয়ের পরিমাণ কমছে সৌদির। অক্টোবর মাসে অপরিশোধিত জ্বালানি তেল ও ডিজেল রপ্তানি করে ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করেছে দেশটি, যা চলতি বছরের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন রপ্তানি আয়।

বৃহস্পতিবার সৌদি সরকারের পরিসংখ্যান বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতি দুর্বল হয়ে পড়া ও উচ্চ মূল্যস্ফীতির জেরে গত কয়েক মাস ধরে তেলের বাজারে মন্দা শুরু হয়েছে, ফলে জ্বালানি তেল থেকে প্রাপ্ত আয়ের পরিমাণও দিন কমছে।

তবে তেল বিক্রি থেকে আয় কমে গেলেও এই সমস্যাকে সাময়িক বলে দাবি করা হয়েছে পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে। চলতি বছরের শেষ এবং আগামী বছরের শুরুর দিকে তেলের বাজারে ‘নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা’ আছে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।  

সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ এবং ধারণা করা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়ামের মজুত রয়েছে দেশটির ভূখণ্ডে। জ্বালানি তেল থেকে আয় কমে যাওয়া অবশ্য এই দেশটির জন্য নতুন কোনো সমস্যা  নয়, ২০১৫ সাল থেকেই এ ব্যাপারটি ঘটছে। তবে তারপরও দেশটির মোট জাতীয় আয়ের প্রায় ৮০ শতাংশ এখনও জ্বালানি তেল রপ্তানি খাত থেকে আসে।

২০১৫ সালে তেলের বাজারে মন্দা শুরু হওয়ার পরের বছর, ২০১৬ সালে দেশটির সরকার জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে ওই বছরই ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেন সৌদির বর্তমান প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

উপরে