শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 April, 2021 00:41

আহারে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট!

আহারে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট!

রিয়াজুল হক:
করোনায় আক্রান্ত হয়ে ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত মারা গিয়েছে ৪৭৫ জন। শুধুমাত্র ৮ এপ্রিল মারা গেছে ৭৪ জন এবং দেশে এ যাবৎ কালের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। প্রতিদিন করোনায় এত সংক্রমণ, এত মৃত্যু! 

সবকিছুই গত বছরের তুলনায় অনেক বেশি। কে কখন চলে যাবো, কে জানে?

আইসিডিডিআর,বি (ICDDR,B) এর তথ্য মতে, আমাদের দেশে দক্ষিণ আফ্রিকার বিপদজনক ভ্যারিয়েন্ট দ্বারা করোনার সংক্রমণ হচ্ছে। গত মাসের ১২ থেকে ১৭ মার্চের মধ্যে ৯৯টি করোনা রোগীর নমুনা বিশ্লেষণ করে ৬৪টি অর্থাৎ ৬৪ শতাংশের বেশি দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এরপর ১৮ থেকে ২৪ মার্চের মধ্যে করোনা রোগীদের ৫৭টি জিনোম সিকোয়েন্স নমুনা বিশ্লেষণ করে ৪৬টি অর্থাৎ ৮০ শতাংশেরও বেশি দক্ষিণ আফ্রিকার করোনা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।  এটা আমাদের জন্য ভালো সংবাদ নয়। কারণ দক্ষিণ আফ্রিকার এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর সংক্রমণ ক্ষমতা বেশি।

কয়েকটি আর্টিকেল পড়ে জানলাম, দক্ষিণ আফ্রিকা জনসন অ্যান্ড জনসন কোম্পানীর ভ্যাক্সিন সেখানে প্রয়োগ করছে এবং গবেষকদের মতে, এটাই এই ভ্যারিয়েন্টের বিপরীতে বেশি কার্যকর। 

চোখের সামনে আপন মানুষের চলে যাওয়া। কারো কিছু যায় আসে না। কিন্তু যাদের প্রিয় মানুষটি চলে যাচ্ছে, তাদের জন্য তো অপূরণীয় ক্ষতি। সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকার চেষ্টা করুন। কারণ মৃত্যু এখন অনেক সহজ।

আহারে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট, শেষ পর্যন্ত আমাদের দেশে আসতে হলো!

 


লেখক: 
যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

উপরে