কিংবদন্তি অ্যাথলেট স্যার রজার ব্যানিস্টার আর নেই
কিংবদন্তি অ্যাথলেট ও বিখ্যাত নিউরোলোজিস্ট কিংবদন্তি অ্যাথলেট স্যার রজার ব্যানিস্টার মৃত্যুবরণ করেছেন।
তার পরিবারের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছেন, ‘স্যার রজার ব্যানিস্টার ৩ মার্চ ৮৮ বছর বয়সে পরিবারের সবার সামনে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার মৃত্যুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে ১৫০০ মিটারে চতুর্থ হন।
অলিম্পিকে ব্যর্থ হওয়ার ২ বছর পর মেডিকেল পড়ুয়া ছাত্রটি গড়েন ইতিহাস। হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৫৪ সালের ৬ মে মাত্র ৩ মিনিট ৫৯.৪ সেকেন্ডে ১ মাইল দৌড়ানোর রেকর্ড গড়েন স্যার রজার ব্যানিস্টার।
অবশ্য ৪৬ দিনের মাথায় তার রেকর্ডটি ভেঙে গিয়েছিল। কিন্তু ইতিহাসে তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি চার মিনিটের মধ্যে এক মাইল অতিক্রম করেছিলেন। একই বছর তিনি ৩ মিনিট ৫৯.৪ সেকেন্ড সময় নিয়ে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছিলেন।
সবচেয়ে কম সময়ে ১ মাইল অতিক্রম করার বর্তমান রেকর্ডের মালিক মরোক্কোর হিচমা এল গুয়েরুজ। ১৯৯৯ সালের ৭ জুলাই তিনি ৩ মিনিট ৪৩.১৩ সেকেন্ডে ১ মাইল অতিক্রম করেন।
ব্যানিস্টার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মেডিসিন বিষয় নিয়ে পড়াশুনা করেন। ১৯৫৪ সালে অ্যাথলেটিকস থেকে অবসর নেওয়ার পর নিউরোলোজিস্ট কনসালট্যান্ট হন।