এই দলটিকে আর্জেন্টিনা মনে হয়নি: মাশরাফি
বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ফুটবল বিশ্বকাপ উপভোগ করেন। বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ঢাকা পড়ে গেছে। অনেক ক্রিকেটার ঠিকমতো ম্যাচ দেখতে পারছেন না।
বিশ্বকাপের ডামাডোলে নীরবে শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ টেস্ট দল। অধিকাংশ ক্রিকেটারের প্রিয় দল আর্জেন্টিনা। নেইমারের ব্রাজিলকেও অনেকে সমর্থন করেন।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র, দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে সমালোচনার মুখে পড়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।
নকআউটে খেলতে হলে মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লিওনেল মেসিদের।
আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা বলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখেছি, এই দলটিকে আর্জেন্টিনার মনে হয়নি। মনে হয়েছে অচেনা কোনো দলকে দেখছি। মেসি হয়তো নিজের মান অনুযায়ী খেলতে পারছেন না। কিন্তু তাকে শুধু দোষ দিয়ে লাভ নেই।
ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ইনজুরি টাইমে দুই গোল দিয়ে জিতেছে। জার্মানি প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ইনজুরি টাইমে গোল করে জিতেছে।
এ দুই বড় দল নিয়ে মাশরাফি বলেন, জার্মানির খেলা সবসময়ই অসাধারণ। তারা জানে কীভাবে পাওয়ার ফুটবল খেলতে হয়। প্রথম ম্যাচের ধাক্কা সামলে নিয়েছে। ব্রাজিল ফুটবলটা ভালো বোঝে। এই বিশ্বকাপেও হয়তো তারা ভালো করবে।