শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডায় নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ, উত্তাল পাকিস্তান নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 June, 2018 00:02

বিশ্বকাপ থেকে গতবারের চ্যাম্পিয়ন জার্মানির বিদায়

বিশ্বকাপ থেকে গতবারের চ্যাম্পিয়ন জার্মানির বিদায়
স্পোর্টস ডেস্ক :

এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে। জার্মানি এবারের বিশ্বকাপ মেক্সিকোর কাছে পরাজয়ের মাধ্যমেই শুরু করে এবং দক্ষিণ কোরিয়ার কাছে হার দিয়ে সফর শেষ করলো। মাঝখানে সুইডেনকে পরাজিত করে নিজেদের সুযোগ তৈরি করে রেখেছিল। কিন্তু শেষ ম্যাচে তারা এশিয়ার দলটির কাছে হেরে যায়। 

এবার নিয়ে তৃতীয়বারের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম রাউন্ড থেকে বিদায় নিল। এর আগে ২০০৬ এর চ্যাম্পিয়ন ইতালি, ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেনেরও একই ভাগ্য বরণ করতে হয়। বিশ্বকাপের ইতিহাসে এর আগে জার্মানি কখনোই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি। ব্যতিক্রম শুধু ১৯৩৮ বিশ্বকাপ। সেবার টুর্নামেন্ট শুরুই হয়েছিল শেষ ষোলোর নকআউট পর্ব থেকে। সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে সেবার বাদ পড়েছিল জার্মানি।

ম্যাচ শুরুর আগে মেক্সিকোর ২ ম্যাচে মেক্সিকোর পয়েন্ট ছিল ৬, সুইডেন ও জার্মানির পয়েন্ট ছিল ৩। জার্মানি গোল খাওয়ার আগেই সুইডেন মেক্সিকোকে তিন গোল দিয়ে দেয়ায় গোল গড়ে পিছিয়ে যায় মেক্সিকো। সেক্ষেত্রে শুধুমাত্র এক গোলের ব্যবধানে জয় পেলেও জার্মানি চলে যেতো নক আউট পর্বে। তখন গোল গড়ে বাদ পড়ে যেতো মেক্সিকো। 

ম্যাচের শুরু থেকেই নিজেদের রক্ষণ ঠিক রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রক্ষণে আক্রমণ করতে থাকে দক্ষিণ কোরিয়া। গোলের জন্য মরিয়া জার্মানিও পাল্টা আক্রমণ করতে থাকে। কিন্তু কোরিয়ানদের রক্ষণদূর্গে তারা ফাটল ধরাতে পারেনি। 

বল দখলের লড়াইয়ে ৭৫ ভাগ ছিল জার্মানির কাছে আর দক্ষিণ কোরিয়ার কাছে ছিল ২৫ ভাগ। তবে পোস্ট লক্ষ্যে কোরিয়া শট নিয়েছে ৫টি এবং জার্মানি শট নিয়েছে ৪টি। দক্ষিণ কোরিয়া পাস দিছে মাত্র ১২৮টি এবং জার্মানি পাস দিয়েছিল ৩৭৭টি।

 খেলার ৬ষ্ঠ মিনিটেই দারুণ এক আক্রমণ করে জার্মানি। মার্কো রেউসের ডান পায়ের শট বারের পাশ দিয়ে চলে যায় বাইরে। ১৪ মিনিটেই টনি ক্রুসের দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেড নেন স্যামি খেদিরা। কিন্তু দুভাগ্য জার্মানির। সেই বল ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।
দুই মিনিট পর আবারও আক্রমণ। এবার মেসুত ওজিলের ক্রস থেকে দারুণ এক হেড নেন নিকলাস শুলে। তবে তার সেই হেড ফিরিয়ে দেন দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডাররা।

ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল ঠিক তখন গোল করে জার্মানির স্বপ্ন গুড়িয়ে দেন কিম ইয়ং গোয়ন। ম্যাচের তখন ৯২ মিনিট চলছে। ওদিকে খবর চলে এসেছে সে মেক্সিকোকে গুড়িয়ে দিয়েছে সু্ইডেন। বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে গোল করতে হবে। এটা ভেবেই জার্মানির পুরো দলই উঠে এলো আক্রমণে। ম্যাচের শেষ মিনিটে উঠে আসেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারও। এই সময়ে ফাঁকা গোল পোস্ট পেয়ে গোল করেন সং ইয়ং মিন। 

এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো জার্মানদের। এর আগে কোনো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়তে হয়নি দলটিকে। 

উপরে